২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ করায় ১১ যুবককে আটকের পর থানায় সোপর্দ করেছেন পার্ক কর্তৃপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জন যুবককে আটকের পর শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। সাফারি পার্কের বন কর্মকর্তা আনিসুজ্জামান বাদী হয়ে ১১ যুবকের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন। যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি,...