তিন দশকের বেশি সময় আমেরিকায় কাটিয়েছেন শিখ নারী হারজিত কৌর। হঠাৎ করেই ৭৩ বছর বয়সী এই বৃদ্ধাকে আটক করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা গত ৮ সেপ্টেম্বর হারজিতকে আটক করেন। এ ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হরজিত কৌর নামের এই নারী ১৯৯১ সালে দুই ছেলেকে নিয়ে পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যান। তিনি সেখানেই বাস করতেন এবং সালোয়ার-কামিজের দোকানে কাজ করতেন। আশ্রয়ের জন্য বহুবার আবেদন করলেও প্রত্যাখ্যাত হয়। হারজিত কৌরের আইনজীবী দীপক আহলুওয়ালিয়া অভিযোগ করেন, কোনো অপরাধের রেকর্ড না থাকলেও তাঁর সঙ্গে অমানবিক ও অগ্রহণযোগ্য ব্যবহার করা হয়েছে। হারজিতকে ১৯ সেপ্টেম্বর জর্জিয়ার একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং ২২ সেপ্টেম্বর...