ছয় বছরের বিরতি শেষে আবারও ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানের কিংবদন্তি রক সংগীতশিল্পী আলী আজমত। এবারই প্রথমবারের মতো একক কনসার্টে গাইবেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কনসার্টের একটি ছবি শেয়ার করে আলী আজমত লিখেছেন, “হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।’’ এবারের আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। যদিও কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এর আগে দু’বার ঢাকায় এসেছিলেন এই রক তারকা। সর্বশেষ ২০১৯ সালে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এ দর্শকদের মুগ্ধ করেন তিনি। আলী আজমত মূলত পাকিস্তানের বিখ্যাত রক ব্যান্ড ‘জুনুন’-এর প্রধান ভোকালিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৯১ থেকে ২০০৫...