নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বিক্ষোভকারীর ভূমিকায় দেখা গেলেন এক ইসরায়েলি সেনার বাবা। তিনি সভাকক্ষ থেকে বেরিয়ে এসে বয়কট করেন নেতানিয়াহুর বক্তব্য এবং সভার বাহিরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন। ঘটনাস্থল থেকে জানা গেছে, ওই ব্যক্তির নাম রুবি চেন, যাঁর ছেলে ইটাই চেন ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। ইটাই ছিলেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সদস্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক। আইডিএফের তথ্যমতে, ইটাইয়ের মরদেহ গাজায় হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় নেওয়া হয়। রুবি চেন নিউইয়র্কে এসেছিলেন নেতানিয়াহুর বক্তব্য শুনতে, বিশেষ করে আশায় ছিলেন যে তিনি গাজায় বন্দি থাকা ইসরায়েলি সেনাদের মুক্তি ও ভবিষ্যৎ নিয়ে কিছু ঘোষণা করবেন। তবে নেতানিয়াহু যখন গাজায় বন্দি ২০ জন জীবিত সৈন্যের নাম পাঠ করছিলেন, তখন ইটাই চেনের নাম উল্লেখ ছিল...