ঠিক ২৭ বছর আগে ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় ঘটেছিল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বরিশাল থেকে ঢাকায় ফেরার সময় বেসরকারি এয়ারলাইনস এয়ার পারাবতের প্রশিক্ষণ বিমান সেসনা-১৫০ পোস্তগোলায় বিধ্বস্ত হয়। বিমানের ভেতরে আগুনে পুড়ে মৃত্যু হয় দুই পাইলট ফারিয়া লারা ও সৈয়দ রফিকুল ইসলাম সুমনের। ফারিয়া লারা ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বিমানের সাবেক জিএম আনোয়ার হোসেন খানের মেয়ে। অন্যদিকে, সুমন ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মরহুম লে. কর্নেল (অব.) সৈয়দ মাশহুদুল ইসলামের ছোট ছেলে। হৃদয়স্পর্শী সেই দুর্ঘটনা নিয়ে আজকের ফিরে দেখা। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর, দিনটি ছিল রোববার। আকাশে মেঘ ছিল, হালকা বৃষ্টিও হচ্ছিল। সকাল ৮টা ২৬ মিনিটে ‘ল্যান্ডিং ট্রেনিং’-এর জন্য বেসরকারি এয়ারলাইনস এয়ার পারাবতের দুই প্রশিক্ষক ফারিয়া লারা ও সৈয়দ রফিকুল ইসলাম সুমন সেসনা-১৫০ প্রশিক্ষণ বিমান নিয়ে বরিশাল যান।...