যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধ-পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দেওয়ার জন্য আলোচনা করছেন বলে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইকোনমিস্ট এবং বিবিসির প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটি (এওঞঅ) নামে এই প্রশাসন জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থনে থাকবে। ব্লেয়ার ফিলিস্তিনিদের কাছে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই শাসনব্যবস্থা তত্ত্বাবধান করবেন। এই অন্তর্বর্তী প্রশাসন পাঁচ বছরের জন্য গাজার ‘সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ’ হিসেবে কাজ করার জন্য জাতিসংঘের আদেশ চাইবে। ইতোমধ্যে টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন। পরিকল্পনাটি পূর্ব তিমুর এবং কসোভোতে রাষ্ট্রীয় রূপান্তরের তত্ত্বাবধানকারী আন্তর্জাতিক প্রশাসনের আদলে তৈরি করা হবে। প্রথমে তারা গাজার দক্ষিণ সীমান্তের কাছে মিশর থেকে কাজ করবে এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরে একটি...