বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ঠাকুরের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালায় একই গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে ছিরু শেখ তার ছেলে সজিব শেখ, জুয়েল শেখ, মনির গাজীর ছেলে তানভীর গাজীসহ ১০/১২ জন দুর্বৃত্ত। এসময় হাবিবুর রহমান ঠাকুরকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। তিনি নিজেকে রক্ষায় দৌঁড় দিলে তার পায়ে ধারালো অস্ত্রে আঘাত লেগে মাটিতে পড়ে গেলে বাঁশ ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। এ সময় হাবিবুর রহমান ঠাকুরের স্ত্রী ফরিদা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করে তার গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই...