প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা দেখা, অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমি সবসময়ই গ্লাসে অর্ধেক ভরা পানি দেখি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এসময় নির্বাচন কমিশন সচিব ও অন্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা দেখা, অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো চ্যালেঞ্জ দেখা যায়, অনেকগুলো দেখা যায় না। আমি পজিশন মানুষ। গ্লাসে আমি সবসময় অর্ধেক ভরা পানি দেখি। তিনি...