শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি ভবন অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব নদী দিবস-২০২৫ উদযাপন এবং মার্ক অ্যাঞ্জেলো রিভার এওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এবার মার্ক অ্যাঞ্জেলো রিভার এওয়ার্ড-২০২৫ সম্মাননা পেয়েছেন তিনজন। এদের মধ্যে এ বছর ব্যক্তি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান ও সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে জনগণ ঐক্যবদ্ধ হলে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে। বাংলাদেশের নদী নিয়ে নানা মতানৈক্য রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মীসহ সকলের সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে। বর্তমানে দেশে ১৪১৫টি নদী রয়েছে। সুন্দরবন এবং পাহাড়ি...