ডেনমার্কের বৃহত্তম সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনার কাছে সন্দেহজনক ড্রোন উপস্থিতি পাওয়া গেছে। শুধু ডেনমার্কেই নয়, ইউরোপের মোট চারদেশে এরকম ড্রোন উড়তে দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতে একাধিকবার বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর পর থেকে বিষয়টি নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন সদৃশ ডিভাইসগুলো ডেনমার্কের কারুপ বিমানঘাঁটির ওপরে উড়তে দেখা যায়। এর ফলে ঘাঁটিটির আকাশসীমা বাণিজ্যিক ট্রাফিকের জন্য সাময়িক বন্ধ রাখতে হয়। জার্মানি, নরওয়ে ও লিথুয়ানিয়াতেও একই ধরনের ড্রোন দেখার খবর পাওয়া গেছে। তবে সম্প্রতি ডেনমার্কে ধারাবাহিকভাবে সন্দেহজনক ড্রোন কার্যকলাপ দেখা যাচ্ছে। এতে দেশটির আকাশপথে হামলার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ঘটনায় বিবিসি সম্ভাব্য রুশ সংশ্লিষ্টতার আশঙ্কা করলেও ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবারের ঘটনাটি একটি ‘হাইব্রিড হামলা’ বলে মনে হচ্ছে, তবে মস্কোর সম্পৃক্ততার কোনো প্রমাণ তাদের হাতে নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইমন...