নবীজির (সা.) প্রিয় ফলগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের খেজুর। সিরাতের গ্রন্থগুলো পাঠ করলে ও বেশকিছু হাদিস থেকে আমরা এমনটাই পাই। নবীজির পছন্দের এ খেজুর, শুধু পুষ্টিকর ফলই নয়; বরং ইসলামে এ ফলের বিশেষ মর্যাদা রয়েছে। আরব দেশগুলোতে হরেক রকম খেজুরের ফলন হয়। তবে এ খেজুরগুলোর মধ্যে নবীজির সবচেয়ে পছন্দের খেজুর আজওয়া। মদিনার আজওয়া সবচেয়ে সুস্বাদু ও উৎকৃষ্ট। জামের মতো কালো রঙের আবরণে মোড়া ছোট আকারের এ খেজুর অত্যন্ত পুষ্টিকর। নবীজি (সা.) বলেন, ‘আজওয়া জান্নাতের ফল। জটিল রোগের প্রতিষেধকও রয়েছে তাতে।’হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘সকালে সবার আগে খালি পেটে মদিনার উঁচু ভূমির আজওয়া খেজুর খেলে তা সব ধরনের জাদু অথবা বিষের আরোগ্য হিসেবে কাজ করে।’আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ‘আজওয়া জান্নাতের ফল, এতে বিষের প্রতিষেধক আছে।’...