জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটিপাড়ায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিক ওসমান মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি এবং আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। ওসমানের স্বজনরা জানান, শনিবার দুপুর ১টার দিকে ওসমান মূল ঘর থেকে পাশের টিনশেড ঘরে যান। সেখানে তিনি সংবাদ পাঠানোর কাজ করতেন। কিছুক্ষণ পর ওসমানের ছোট ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এসে লাশ নামান। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে আসেন। নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, কিছুদিন ধরে ওসমান বাড়িতেই ছিলেন এবং সাংবাদিকতার কাজে মনোযোগী...