নিজস্ব প্রতিবেদকঃএকই ব্যাংক হিসাব ব্যবহার করে ৬৫১ কোটি টাকা বিদেশে পাচারের বিস্ফোরক অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে, ঘুষ ও ব্যাংক ঋণের টাকা ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। তদন্ত অনুযায়ী, সাইফুজ্জামান নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আমদানিকারক সাজিয়ে ‘ক্ল্যাসিক ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক হিসাবই হয়ে ওঠে বিপুল অর্থ পাচারের মূল মাধ্যম। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিলের আদালতে তিনি জবানবন্দি দেন। দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত সময়ে ক্ল্যাসিক ট্রেডিংয়ের নামে খোলা একটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৫১ কোটি টাকা...