ওপার বাংলায় টালিউড সিনেমা ‘রক্তবীজ ২’এর প্রিমিয়ার শোতে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। সিনেমার খলনায়ক ‘মুনির আলম’ চরিত্রে অভিনয় করা অঙ্কুশ হাজরা হলে ঢুকতেই কয়েকজন নারী ভক্ত হুড়োহুড়ি করে তার দিকে ঝাঁপিয়ে পড়েন। এতে সামান্য আহতও হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন।শুক্রবার সন্ধ্যায় নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আয়োজনে প্রিমিয়ারে ভিড় করেন তারকাদের পাশাপাশি অসংখ্য দর্শক।উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ আরও অনেকে।জিনিয়া সেন জানান, মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছে, মাঝখান থেকে আমার হাত জখম হলো।প্রতিক্রিয়ায় অঙ্কুশ হেসে বলেন, নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।অন্যদিকে, প্রসেনজিৎ বাংলা সিনেমার জন্য শুভকামনা জানান, মিমি বাবাকে নিয়ে আসেন প্রিমিয়ারে, আর নুসরাত সাম্প্রতিক গানের সাফল্যের খবরে শুভেচ্ছা জানান সবাইকে। ওপার বাংলায় টালিউড সিনেমা ‘রক্তবীজ ২’এর প্রিমিয়ার শোতে ঘটে গেল...