পুরস্কার গ্রহণের আগে এক সংবাদ সম্মেলনে তিনি গাজা যুদ্ধ নিয়ে সরব হন। লরেন্স বলেন, তিনি এই পরিস্থিতিতে “ভীত” এবং এটিকে “গণহত্যা” বলে অভিহিত করেন। তিনি সতর্ক করেন, “পৃথিবীর এক প্রান্তে যা ঘটছে তা উপেক্ষা করলে একসময় আমাদের কাছেও চলে আসবে।”জেনিফার লরেন্স এই পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ তারকা। এর আগে কেট ব্ল্যানচেট, জাভিয়ের বারডেম, পেনেলোপে ক্রুজ ও হিউ...