কিশোরগঞ্জ: শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে এই প্রোগ্রামে আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুরুদয়াল সরকারি কলেজ শাখা। কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আগত নবাগত সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। গুরুদয়াল কলেজ ছাত্র শিবির আয়োজিত প্রায় ৬০০ শিক্ষার্থীদের সংবধনা এবং ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হয়।প্রধান অতিথি ড. আব্দুল লতিফ মাসুম বলেন “একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন। এই সময়ে সঠিক দিকনির্দেশনা গ্রহণ করতে পারলে ভবিষ্যৎ জীবন হবে সফল ও সমৃদ্ধ। শুধু ডিগ্রি অর্জন নয়, বরং জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য অবদান রাখাই হবে শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, “ক্যারিয়ার গড়তে হলে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা...