হার্ট অ্যাটাকের কথা সামনে আসলে প্রায়ই একটা কথা শোনা যায় যে, ‘রাত বাড়লেই বাড়ে হৃদরোগের ঝুঁকি!’ তাই প্রশ্ন জাগে, আসলেই কি এমনটা ঘটে থাকে, এই তথ্যের কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমদ্য ওয়ালেরএক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন, তাদের মতামত জেনে নিই—মার্কিন কার্ডিয়োলজিস্ট ড. দিমিত্রি ইয়ারানোভ জানাচ্ছেন, রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন?তার মতে, যাদের শরীরে জমে থাকা অস্থিতিশীল প্ল্যাকস কিংবা অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে , তাদের জন্য রাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।ড. ইয়ারানোভ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান, ভোরের দিকেই শরীরে হঠাৎ কর্টিসলসহ স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তনালীগুলো শক্ত হয়ে যায় এবং রক্তচাপ হঠাৎ বেড়ে ওঠে। এই অবস্থায় যদি কারও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে অথবা সময়মতো ওষুধ না...