লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে ধারহীন ফুটবল খেলল মোহামেডান। ‘দুর্বল’ ফর্টিস এফসির বিপক্ষে হেরে গেল আলফাজ আহমেদের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার মোহমেডানকে ২-০ গোলে হারায় ফর্টিস। দুটি গোলই দ্বিতীয়ার্ধে করেন পা ওমার বাবু। ৬১তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড। সমর্থকদের হতাশ করেছে আরেক ফেভারিট বসুন্ধরা কিংসও। প্রথমার্ধে ভালো করলেও, পরের ভাগের বিবর্ণতায় পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে যাওয়ার পর, দুই গোল হজম করে ২-২ ড্র করেছে সবশেষ পাঁচ লিগে চারবার চ্যাম্পিয়ন হওয়া কিংস। আক্রমণাত্মক শুরু করে কিংস এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন...