অপ্রত্যাশিত এক ফিচার চালু করেছে মেটা। কোম্পানিটি তাদের ‘মেটা এআই’ অ্যাপ এবং ‘মেটা ডট এআই’-এ যুক্ত করেছে নতুন ভিডিও ফিড ‘ভাইবস’। এটি মূলত টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো শর্ট-ফর্ম ভিডিও ফিড তবে পার্থক্য হলো এখানে সব কনটেন্টই এআই জেনারেটেড ভিডিও। মেটার সিইও মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি কয়েকটি ভিডিও শেয়ার করে এই ফিচারের ঘোষণা দেন। তার পোস্টে দেখা যায়, ঝাপসা লোমশ কিছু প্রাণী এক কিউব থেকে অন্য কিউবে লাফিয়ে যাচ্ছে, একটি বিড়াল ময়দা মাখছে, আরেকটি ভিডিওতে প্রাচীন মিশরের এক নারীকে বারান্দায় দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে। মেটার তথ্যমতে, নতুন ফিডে ব্যবহারকারীরা দেখতে পাবেন বিভিন্ন ক্রিয়েটর এবং অন্য ইউজারদের তৈরি এআই ভিডিও। সময়ের সঙ্গে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজাতে শুরু করবে। ব্যবহারকারীরা শূন্য থেকে নতুন ভিডিও বানাতে পারবেন বা...