দেশের অধিকাংশ জায়গায় ভ্যাপসা গরমের পাশাপাশি কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও গরমের তীব্রতা খুব বেশি কমার সম্ভাবনা নেই। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়। এতে আরও বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ঢাকা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল গাজীপুর ও এর আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, এসব জেলার সব স্থানে বৃষ্টি হবে না। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান,খাগড়াছড়ি, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও এর আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। বরিশাল বিভাগের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, ভারী বর্ষণের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টি খুব কম হতে পারে। কিছু কিছু...