অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকার একটি অনুষ্ঠানে তোলা ওই ছবিতে অর্থ উপদেষ্টার পাশে ফরিদ উদ্দিনকে দেখা যায়। ছবিটি প্রকাশের পর থেকেই শাবিপ্রবির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। জানা যায়, ২০২২ সালে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ঘটনার জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার অভিযোগ ওঠে। লাঠিচার্জ, গুলি ও সাউন্ড গ্রেনেডে বহু শিক্ষার্থী আহত হন এবং পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনকে দায়ী করে থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদ উদ্দিন ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শাবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের...