বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম। তার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান। এদিকে বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়তে জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আজ সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনবিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়লেন রাজ্জাক এছাড়া সি ক্যাটাগরি থেকে ফরম তুলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও। গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম...