২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম লাদাখের লেহ এখন প্রকাশ্য বিদ্রোহের আগুনে জ্বলছে। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার সংবিধানের ৩৭০ এবং ৩৫-এ অনুচ্ছেদ বাতিল করে অধিকৃত জম্মু-কাশ্মীর থেকে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে এটিকে জয় হিসাবে উদযাপন করেছিল। দলটি বিভ্রম ছড়িয়েছিল, অঞ্চলটিতে শান্তি ফিরে এসেছে এবং প্রতিরোধ চূর্ণ হয়েছে। কিন্তু আজ সেই বিভ্রম চূর্ণ-বিচূর্ণ হয়েছে। নিছক পাশবিক শক্তির সেই নীতিই বুমেরাং হয়েছে। একসময় নিষ্ক্রিয় বলে বিবেচিত স্থানগুলিতেও এখন অসন্তোষের আগুন দাউ দাউ করে জ্বলছে। লাদাখের বৌদ্ধ ও মুসলিম হৃদপিণ্ড হিসেবে খ্যাত লেহ নজিরবিহীনভাবে জেগে উঠেছে। লেহের জেনারেশন জেড (জেন-জি), যারা দখলদারিত্বের ছায়ায় জন্মেছে কিন্তু আত্মায় স্বাধীন, তারা আজ এক সুরে ঘোষণা করেছে: ‘‘কিছুই স্বাভাবিক নয়।’’ মাটি শান্তিতে ফিসফিস করছে না, বরং এটি কাঁপছে এবং ফুটছে। দিল্লির অলিন্দে...