২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম মাদ্রাসা গুলোয় স্কাউটিংএর কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: সামছুল আলম বলেন, শিশু কিশোর ও শিক্ষার্থীরা যেন মোবাইলে আসক্ত না হয়ে পড়েন, সেজন্য পড়াশুনার পাশাপাশি তাদেরকে স্কাউটিং এ যুক্ত করতে হবে। এই কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তাদের শরীর মন ভালো থাকবে।পাশাপাশি শিক্ষার্থীরা মৃতব্যয়ী হবে।রাষ্ট্র ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে ফলে দেশ ও জাতীর কল্যাণে সর্বদা নিজেকে উৎস্বর্গ করার মানুষিকতা তৈরি হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর সম্মেলন কক্ষে আয়োজিত ৪১৬ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ওই কোর্সে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত...