খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির সীমান্তঘেঁষা উপজেলা পানছড়িতে একসাথে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাঁশায় উৎসব। উৎসবের আবহে মেতে উঠেছে গোটা এলাকা।শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) মহাপঞ্চমী পূজার মধ্য দিয়ে সূচনা হয় ৬ দিনব্যাপী দুর্গোৎসবের। আগামী ২ অক্টোবর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন শেষে দেবীকে বিদায় জানাবে হিন্দু সম্প্রদায়। এদিকে একই সময়ে শুরু হয়েছে সাঁওতালদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দাঁশায়।প্রতি বছরের মতো এবারও পানছড়ির ১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও ৩ বিজিবি লোগাং জোনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে।উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন জানান, “সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন,...