দেশের সব হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের দাবি NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সব সরকারি-বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত বিশ্ব ফার্মাসিস্ট দিবসের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরসহ বক্তারা বলেন, ফার্মাসিস্ট না থাকায় দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও ওষুধজনিত জটিলতা বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রতি ২৫ শয্যার বিপরীতে একজন ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানান। একই সঙ্গে ছয় দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে- ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ, ২৪ ঘণ্টা হাসপাতাল ফার্মেসি চালু, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ, ওষুধশিল্পে বেতন কাঠামো উন্নয়ন ও ফার্মেসি শিক্ষায় আধুনিকায়ন। ঢাকা: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সব সরকারি-বেসরকারি হাসপাতালে...