ক্রেডিট কার্ডের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় গ্রাহকদের ক্ষতিপূরণ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসসিবি জানায়, সেপ্টেম্বর মাসের শুরুতে কিছু গ্রাহক তাদের ক্রেডিট কার্ড থেকে অজানা ওটিপির (ওয়ান টাইম পাসওয়ার্ড) মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ করেন। এসব অভিযোগ পাওয়ার পরপরই গ্রাহকদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করে ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় গণমাধ্যমকে বলেন, গ্রাহকদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য আমরা ক্ষতিগ্রস্ত কার্ডগুলোতে অর্থ ফেরত দিয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং তদন্ত শেষে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করবো। আরও পড়ুনস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি দল বর্তমানে সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যালয়ে গিয়ে পুরো প্রক্রিয়া...