খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ আদেশ দেন। অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং নারী নিপীড়নের বিরুদ্ধে পার্বত্য জেলায় চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। জুম্ম ছাত্র ও জনতার এই আন্দোলনে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে ও গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে বিপাকে পড়েছেন পর্যটকরাও, অনেকে সাজেক থেকে...