ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ব্যবহৃত ব্যালট পেপার নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে। বেসরকারি টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় অরক্ষিতভাবে নীলক্ষেত এলাকায় ব্যালট ছাপা ও কাটা হয়েছে। এর সঙ্গে ব্যালট সংখ্যা নিয়েও ধরা পড়েছে বড় ধরনের অসঙ্গতি। বিশেষ করে প্রায় ৮ হাজার ব্যালটের হিসাব মিলছে না। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে। টিভি প্রতিবেদনে উঠে আসে, নীলক্ষেতের জালাল প্রেসে ব্যালট ছাপা হয়েছে এবং পাশের মক্কা পেপার কাটিং হাউজে সেগুলো কাটা হয়েছে। জালাল প্রেসের মালিক প্রথমে সাংবাদিককে বলেন, ৯৬ হাজার ব্যালট ছাপা হয়েছে। তবে পরে তিনি দাবি করেন, প্রকৃত সংখ্যা ৮৬ হাজারের বেশি নয়। তার ব্যাখ্যা, ‘রিম হিসাবেই আমরা কাগজ ধরি, আলাদা করে ব্যালট গোনা হয় না।...