নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চাঁদপুর মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘অর্পণ’ বন্ধ করে দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। চাঁদপুর জেলার একমাত্র মাদক নিরাময় কেন্দ্রের নানা অবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে এর ছাদ থেকে লাফিয়ে পালিয়েছে ২৭ রোগী। কেন্দ্রের বাকি রোগীরা বলছেন, পরিচালকদের নির্যাতন নিপিড়নের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই পালিয়েছে তারা । নিরাময় কেন্দ্রের স্টাফরা জানিয়েছেন, এর দায়িত্বরত পরিচালকদের অমানবিক আচরণ করায় রোগীরা রুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রটি বন্ধ করার উদ্যোগসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মাদকদ্রব্যের কর্মকর্তারা। গত ২৪ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে অবস্থিত কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। জানা যায়, গেলো ২০২৪ সালের ৭ নভেম্বর ১০ বেডের অনুমোদন নিয়ে অনেকটা অনারাম্ভরভাবেই চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী ওয়াপদা...