২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন এখনও নিখোঁজ রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০) এবং তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। এ সংবাদ শুনার পর আত্নীয় স্বজন, এলাকাবাসী পদ্মানদীর ধারে ব্যাপক লোকজন ভীড় জমাচ্ছেন। শেষ খবর পর্যন্ত তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, আজ সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়।...