এ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সুদান গুরুং। জেন-জিদের নেতৃত্ব দেন তিনি। তাদের ব্যাপক বিক্ষোভের মুখে মাত্র দুইদিনে নেপালে সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দায়িত্ব নিয়েই ঘোষণা দেন ২০২৬ সালের মার্চে নতুন নির্বাচন হবে। আর এ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন জেন-জিদের ৩৬ বছর বয়সী নেতা সুদান গুরুং। ‘স্টার্ট হেয়ার্সের’ সান্দ্রা গাথম্যানকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি নির্বাচন করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার দল ইতিমধ্যে সমর্থকদের জড়ো করার কাজ শুরু করেছে। তাদের ‘পরিবর্তনের জন্য আন্দোলনে’ যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সুদান গুরুং ও তার দল চায়, নির্বাচনে যেন আগের সেই দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও দলগুলো অংশ নিতে না পারে। তিনি বলেন, ‘পূর্বের সরকার ছিলো স্বার্থপর এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদে পরিপূর্ণ। পুরনো সরকার আমাদের রাজনীতিতে এনেছে। যদি...