খাগড়াছড়ি:উত্তপ্ত খাগড়াছড়িতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তার শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রথমে জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম এক আদেশে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ আদেশ দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়। পরে দুপুর ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার। এদিকে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের...