দীর্ঘ আড়াই মাস ধরে আন্দোলন কর্মসূচির পর মৌলভীবাজারের কুলাউড়ায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালন করেছে আন্দোলনকারীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হয় ও একপর্যায়ে বিক্ষোভকারীরা সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে অবরোধ করে। ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে ছিল। অবরোধ চলাকালে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ও স্টেশন মাস্টার রোমান আহমদের নেতৃত্বে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনার একপর্যায়ে রেলওয়ের ডিআরএম মোহাম্মদ মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে কুলাউড়ায় এসে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধা ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার...