নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদের পুত্র সোহেল তাজকে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোহেল তাজ জানান,"আমি এখনো যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পুরো বিষয়টি সম্পর্কে আগামীকাল (রবিবার) বিস্তারিত জানা যাবে।"তিনি বলেন,“আমি নিয়মিত যুক্তরাষ্ট্রে যাই। গত ২০ বছরে অন্তত ২-৩ বার করে গিয়েছি। এ বছরের জুন ও এপ্রিল মাসেও গিয়েছি।” জানা গেছে, ২৪ সেপ্টেম্বর রাতের একটি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে জানানো হয়, তার ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে—এ কারণে তাকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে সোহেল তাজের বোন,...