বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। তবে অভিযানের আগে ময়লা ফেলে পরে পরিষ্কার করা হয়েছে, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভিডিওটিতে দেখা যায় বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি কিছু বোতল বা ময়লা ছিটিয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিডি ক্লিনের সদস্যরা তা পরিষ্কার করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়ে বান্দরবান জেলা...