শিবালয় উপজেলার মহাদেবপুর ভবানীপুর বিশ্বাস পাড়ায় অবস্থিত কালী মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ওই গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন, শিবালয় সার্কেল এসপি সাদিয়া সাবরিনা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, মো. কামাল হোসেন, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে সনাক্ত বা আটক করা যায়নি। স্থানীয়রা জানায়, স্থানীয় যুবক বিনয় বিশ্বাস ভোরে হাঁটতে বের হয়ে শতবর্ষী এ মন্দিরে গিয়ে দেখে কালী মন্দিরের ভাঙ্গা মূর্তির বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন জড়ো হয়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস জানান, ‘অন্য দিনের মতো শনিবার সকালে...