এ দিকে বার বার এমন দুর্ভোগে চরম অসন্তোষ প্রকাশ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ অবহেলা করে এ বেইলি ব্রিজটি করা হচ্ছে না। ফলে ভোগান্তি কদিন পর পর পোহাতে হচ্ছে। শনিবার সকালে (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। একটি ভারি ট্রাক সেতু অতিক্রম করার সময় পাটাতনগুলো স্থানচ্যুত হয়। পরে স্থানীয়রা পাটাতন খুলে এলোমেলো দেখতে পান। এরপর বাঁশ ও লাল কাপড়ে ব্রিজ আটকে দেওয়া হয়। ফলে সব যানবাহনকে অন্তত ১৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, পাটাতন খুলে যাওয়ায় জৈনা বাজার থেকে কাওরাইদসহ অন্য এলাকায় যাতায়াতে যানবাহনগুলোকে অন্তত ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে। জরুরি রোগীসহ নানা পথচারীরা এতে ক্ষোভ প্রকাশ করছে। স্থানীয় ইউপি সদস্য সাইদুল হক খোকন বলেন, বেইলি সেতুটি বহু পুরনো। এখানে একটি কংক্রিট সেতু নির্মাণের...