নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “কোনো দলের পক্ষে কাজ করা যাবে না, আইন ছাড়া কোনো নির্দেশনা মানা যাবে না।” শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আরো পড়ুন:প্রবাসী ভোটারদের আস্থা ফিরিয়ে আনা হবে: সিইসিপ্রবাসীদের ভোটের অ্যাপ উদ্বোধন নভেম্বরে সিইসি বলেন, “আমি পরিবারের প্রধানের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি। আমাদের ওপর আস্থা রেখেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন হবে। তাই অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।” তিনি আরো বলেন, “আমি পজিটিভ মানুষ। অর্ধেক খালি গ্লাসকেও অর্ধেক ভরা দেখি। আমরা বেআইনি কোনো নির্দেশ দেব না, কাউকে পক্ষপাতদুষ্টভাবে কাজ করতে বলব না।” শপথ করিয়ে নিলেন...