২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম ‘এ বছরও সার-কীটনাশকের দাম বেশি। বাড়তি খরচ মাথায় নিয়েই সাড়ে সাত বিঘা জমিতে আমন আবাদ শুরু করেছি। চলতি মৌসুমে মাঝেমাঝেই অতিবৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি চলে গেলেই অতিরিক্ত তাপ ও গরমে ধানে মাজরা, পাতা মোড়ানো, কারেন্ট, গান্ধিসহ নানা ধরনের পোকার আক্রমণ দেখা দিচ্ছে। গেল বছর দুইবার কীটনাশক ছিটিয়েই কাজ হয়েছিল। কিন্তু এবার চারবার কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। পোকার কাছে আমরা অসহায়।’ কথাগুলো বলছিলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার কৃষক মিলন আলী। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার চাপড়া, যদুবয়রা, পান্টি, চাঁদপুর ও বাগুলাট ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কেউ ধানক্ষেতে কীটনাশক, কেউবা সার ছিটাচ্ছেন। কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারে। ক্ষেতের বিভিন্ন অংশে ধান গাছ মরে ফাঁকা হয়ে গেছে। কোনো...