২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ হারুন (৪৫) নামের এক সিএনজি চালক। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ফুলতলী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হারুন স্থানীয় ছাবের আহমদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হারুন ও তার বড় ভাই শেখ আহমদের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শেখ আহমদের ছেলে খোকা(২৩) চাচা হারুনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে...