২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম মাঠে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে দারুণ এক রেকর্ড গড়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। যে রেকর্ড আগে যৌথভাবে ছিল পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডের। বুন্দেসলিগায় শুক্রবার ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোল করে জার্মান ক্লাবটির হয়ে পূরণ করেন লিগে একশত গোলের মাইলফলক। স্রেফ ১০৪ ম্যাচে একশ গোল করলেন কেইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে যা দ্রুততম। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদো ও হলান্ডকে। দুজনই এই রেকর্ড গড়েছিলেন ১০৫ ম্যাচ খেলে। রোনালদো রেকর্ডটি গড়েন রিয়াল মাদ্রিদের হয়ে, হলান্ড ম্যানচেস্টার সিটিতে। এদিন কেইন ম্যাচের প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। বায়ার্নের হয়ে এ নিয়ে টানা ১৮টি সফল পেনাল্টি...