আব্দুর রাজ্জাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দীর্ঘদিন নির্বাচক প্যানেলে ছিলেন। আজ শনিবার আব্দুর রাজ্জাক নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। বিসিবির নির্বাচনে অংশ নেবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্জাক। বাংলাদেশের তারকা বাঁহাতি স্পিনার খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করবেন। আব্দুর রাজ্জাকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া হাসিবুল হাসান শান্ত। আচমকা আব্দুর রাজ্জাকের পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন শান্ত। কারণ, ২ অক্টোবর থেকে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সূত্রে জানা গেছে, বিসিবি নির্বাচকেরা নাকি লিটন দাসকে বাদ দিয়ে অন্য কাউকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের দল দিতে পারে। আচমকা পদত্যাগ করলেও রাজ্জাককে বিসিবি নির্বাচনের জন্য শুভ কামনা জানিয়েছেন শান্ত। বিসিবির নির্বাচন হবে ৬ অক্টোবর। এই নির্বাচন সামনে...