উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনা কাঁদিয়েছে পুরো দেশকে। সেই হৃদয়বিদারক ঘটনা নিয়েই নতুন গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। গানটির শিরোনাম ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’। কথার সঙ্গে সুরও দিয়েছেন তিনি নিজেই। কণ্ঠে তুলেছেন আরিফ রহমান জয়, সংগীতায়োজন করেছেন রোমান রহমান। গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’ ওয়েবসাইটে। পাশাপাশি এআই-নির্ভর ভিডিওসহ গানটি শোনা যাচ্ছে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং ‘মাহবুবুল এ খালিদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে। উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত হন অন্তত ৩৪ জন, আহত হন শতাধিক। নিহতদের মধ্যে ২৭ জনই ছিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুর্ঘটনার পর শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে অসংখ্য শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরবর্তীতে তিনিও...