যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি নিজের নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারণামূলক ছবি তোলা হয়েছে হোয়াইট হাউসে, যেখানে ১৩০ ডলারের এক একটি সোয়েটশার্ট পরে তাকে দেখা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড জুনিয়রের মেয়ে কাই। তখন ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটাই কাই,’ এবং পরিচয় করিয়ে দেন তার ১৮ বছর বয়সি নাতনিকে, যিনি গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তব্যও দিয়েছিলেন। এরপর দাদু-নাতনি দু’জন একসঙ্গে হেলিকপ্টারে করে নিউইয়র্কে রাইডার কাপ গলফ প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দেন। দুজনেই গলফ খেলার প্রতি আগ্রহী। ট্রাম্পের নাতনিদের মধ্যে সবচেয়ে বড় কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার...