পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীতে ৫ কেজি ওজনের পোয়া মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৫ কেজি ওজনের একটি পোয়া মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী পিএস মুসা কিনে নেন। ভোরে স্থানীয় জেলে সিরাজ মাঝি মাছটি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। মাছটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে তার জালে ধরা পড়ে। মাছটির ওজন হয়েছে ৪ কেজি ৯০০ গ্রাম।আরো পড়ুন:পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১১ কেজির কাতলজেলের জালে ২ কেজির ইলিশ, ৬ হাজার টাকায় বিক্রি এ প্রজাতির মাছ সচরাচর ধরা পড়ে না। আড়তে মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। স্থানীয়ভাবে এটি দাতিনা মাছ নামেও পরিচিত। এ মাছের এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি। যা দিয়ে চিকিৎসার...