চুপিসারে বিয়ে করতে চাইলেও খবরটি আর গোপন থাকল না। বিয়ে করছেন হলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। দীর্ঘদিন প্রেম করার পর আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক ব্যক্তিগত এস্টেটে বিয়ের আয়োজন চলছে জনপ্রিয় এই জুটির। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি ঘিরে নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যাচ্ছে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট সব মিলিয়ে এক অন্যরকম আবহের তৈরি হয়েছে। আয়োজনের গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে অতিথিদের সঠিক ভেন্যু পর্যন্ত জানানো হয়নি শুরুতে। হোটেল থেকে শাটল...