অবিলম্বে একটি কার্যকর ও স্বাধীন তথ্য কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংস্থাটি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তথ্য কমিশন গঠন না হওয়ায় সংস্থাটি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এই বিবৃতি দিয়েছে টিআইবি। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইন সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তথ্য জানার অধিকার রক্ষায় সরকারের এ উদাসীনতা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যা এই সরকারের বড় একটি ব্যর্থতা হিসেবে চিহ্নিত হচ্ছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, কমিশন না থাকায় নাগরিকদের তথ্য সংক্রান্ত আবেদন ও অভিযোগের কোনো শুনানি হচ্ছে না, ফলে তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়ন একপ্রকার থমকে আছে। তথ্য...