দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:০৮:৪০ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের তৈরি ১৮টি প্রজেক্ট প্রদর্শন করেন। শনিবার দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা অফসানা প্রজেক্টগুলো পরিদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা তানভীর মাহামুদ সোহাগ, উৎরাইল বাজার সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস আকঞ্জিসহ অন্যান্য অতিথিবৃন্দ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিপ্লব বিকাশ পাল চৌধুরী। বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প...