ঢাকা : দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও চলতি বছরের সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রেস্টিজিয়াস সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বমানেও স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।১০ বছরের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া পাঠাওয়ের জন্য বড় একটি অর্জন। এ বছরই পাঠাও তার এক দশক পূর্তি উদযাপন করছে, যা এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে।বিশেষজ্ঞ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি ব্র্যান্ড জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার। সাধারণত ব্র্যান্ডগুলো তাদের নিজ নিজ ক্যাটাগরিতে পুরস্কার পায়। তবে পাঠাও বাংলাদেশে প্রথমবারের মতো সুপার অ্যাপ চালু করে এবং সেই ক্যাটাগরিতেই এই স্বীকৃতি অর্জন করেছে।গত দশ বছরে পাঠাও বাংলাদেশে ডিজিটাল সেবার ধারা পাল্টে দিয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, পার্সেল ও কুরিয়ার, এবং ডিজিটাল পেমেন্টকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে পাঠাও তৈরি করেছে একটি লাইফস্টাইল-ড্রিভেন ডিজিটাল ইকোসিস্টেম, যা প্রতিদিন লাখ...